নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত

নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত

6 October, 2025 | সময়: 6:21 pm

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী অটোরিকশায় বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দুজন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গুনাইহাঁটি এলাকায় অটোরিকশাটির পেছনে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশায় থাকা তিন যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।