বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে কারিতাসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে কারিতাসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে ৬ অক্টোবর ২০২৫ সোমবার কারিতাস লাইট প্রজেক্ট ও উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে “শিশুদের অধিকারের জন্য সোচ্চার হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শহরের রাজবাটি এলাকায় উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থার কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা শেষে কালিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতায় ২২ জন উপকার ভোগীদের শিশুদের লাইট প্রকল্পের আর্থিক সহায়তা হিসেবে প্রতিজনকে ১ হাজার ৬ শত টাকা করে নগদ নগদ অর্থ প্রদান করা হয়।
এ সকল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার অফিসার মোঃ মাইনুল ইসলাম, কালিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) মিঃ সুবাস কুজুর, মাঠ কর্মকর্তা (লাইট) মিঃ বাবলু মুর্মু।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুর এর সভাপতি বাবু সুসান্ত কুমার দাস -এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি রুখসানা আক্তার, কার্যকরী সদস্য মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।