মা-ইলিশ রক্ষায় সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় অভিযান, একজনের কারাদণ্ড

মা-ইলিশ রক্ষায় সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় অভিযান, একজনের কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় সোমবার সকালে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ফুলহারা, বোয়ালকান্দি ও স্থলচর এরাকা থেকে ৪ হাজার ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ২টি নৌকা জব্দসহ একজনকে আটক করা হয়। পরে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, চৌহালীর ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, সিএ ইউসুফ আলী ও নৌ পুলিশ ফাঁড়ির এসআই উপপরিদর্শক প্রবীর ভট্টাচার্যসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জানান, যমুনায় মা ইলিশ নিধন রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। চৌহালীর অদূরে যমুনার চরাঞ্চলে অভিযানের এক পর্যায়ে চোরা শিকারীর নৌকা-জাল জব্দকৃত প্রায় ৪৮ হাজার টাকা দামের উপকরণ জোতপাড়া নৌকা ঘাটে এনে সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয় আর নৌকাগুলো নৌ পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
এছাড়া জেলেদের কাছ থেকে জব্দ প্রায় ২ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।