সিরাজগঞ্জের কাজিপুরে শুরু হচ্ছে তিনশ বছরের পুরনো সোনামুখী মেলা

সিরাজগঞ্জের কাজিপুরে শুরু হচ্ছে তিনশ বছরের পুরনো সোনামুখী মেলা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে বসছে জেলার অন্যতম ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় তিনশ বছর ধরে এই মেলা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। প্রাচীনকাল থেকেই ইছামতি নদীর তীর ঘেঁষে অনুষ্ঠিত এই মেলায় প্রতিবছর ভিড় জমে অসংখ্য মানুষের। মেলাকে কেন্দ্র করে সোনামুখী ও আশপাশের গ্রামগুলোতে এখন বিরাজ করছে উৎসবমূখর আমেজ।
মেলার বুক চিরে সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর হয়ে আন্তঃজেলা সড়ক এই মেলার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। আশপাশের অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসেন এখানে বেচাকেনার উদ্দেশ্যে। বিশেষ করে এই মেলাটি এলাকাবাসির কাছে পরিচিত কাঠের মেলা হিসেবে। কারণ আশপাশের গ্রামের কারিগরেরা মেলার দুই-তিন মাস আগে থেকেই কাঠের আসবাবপত্র তৈরি করে রাখেন এবং মেলা শুরু হলে জায়গা বরাদ্দ নিয়ে তা বিক্রির জন্য আনেন।
সোফাসেট, আলমিরা, খাট, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, মিটসেফ, ডাইনিং টেবিলসহ নানা আসবাব পাওয়া যায় এ মেলায়। শুধু কাঠ নয়, স্টিলের আলমিরা, খাট, মিটসেফসহ আধুনিক আসবাবপত্রও বিক্রি হয় এখানে। প্রতি বছর কয়েক কোটি টাকার আসবাবপত্র বিক্রি হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য বিএনপি নেতা দোলা সরকার।
এবার দুর্গাপূজার ছুটি থাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এই মেলায় আনন্দ উপভোগ করে।
আশপাশের ১০-১২ গ্রামের জামাই মেয়েদের নাইওর নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকজন। আর পরিবারে চলে আপ্যায়ন। ধুতি, শাড়ি, পাঞ্জাবি, জামাকাপড়, ছাতি, পাটা দেওয়া-নেওয়া মেলায় গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের আবহ ফুটে ওঠে। চিত্তবিনোদনের জন্য একসময় মেলায় আসতো একাধিক যাত্রাদল। তবে এবার তা হচ্ছে না।
পরিবর্তে নাগর দোলা, নৌকা দোলা, পুতুল নাচ ও মোটরসাইকেল শো যুক্ত হয়েছে বিনোদনের আয়োজনে।
মেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেলা কমিটি পুলিশের পাশাপাশি একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করেছে। মেলার ইজারাদার বিএনপি নেতা ফজলুল হক জানিয়েছেন, এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মেলাও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে জায়গা বরাদ্দ প্রক্রিয়া চলছে। আগামী ১০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের সোনামুখী মেলা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।