গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

7 October, 2025 | সময়: 6:41 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকপ্লের আওতায় গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়াকর্মীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবার) গাইবান্ধার জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী।

কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম, রংপুর ইউনিসেফ আঞ্চলিক ফিল্ড অফিসার মো. মঞ্জুর আহমেদ, উপপরিচালক (মহিলা ও সমন্বয়ক) গাজী শরীফা ইয়াসমিন, সহকারী পরিচালক হৃদয় মাহমুদ চয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মনিটরিং অফিসার ডা. জাকারিয়া।

মাধুকর সম্পাদক রেজাউল হক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।