গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধরে প্রতবিাদে সংবাদ সম্মলেন

গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধরে প্রতবিাদে সংবাদ সম্মলেন

7 October, 2025 | সময়: 2:09 pm

দিনাজপুর সংবাদদাতা : গ্রামবাসীর চলাচলের জন্য সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা অবরোধ করার প্রতিবাদ জানিয়ে এবং রাস্তা খুলে দিয়ে সীমাহীন দুর্ভোগ লাঘব করার দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি জানিয়েছেন, একটি রাজনৈতিক দলের ব্যক্তি হওয়ায় প্রভাব খাটিয়ে এই রাস্তা অবরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন জেলার বিরামপুর উপজেলার টাটকপুর পলিপ্রায়গপুর এলাকার মৃত অহেদ শাহ্র ছেলে সত্তুরোর্ধ আব্দুল কাদের শাহ্। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মারুফ শাহ্।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছুদিন আগে একটি ঘটনার বিষয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাকে প্রাণনাশের হুমকী প্রদান করায় একই এলাকার স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি মো: হায়দার আলী শাহ্, পিতা মৃত: আব্দুল করিম শাহ্ ও তার ছেলে মো: আরিফ শাহ্’র বিরুদ্ধে গত ২৮/০৫/২০২৫ ইং তারিখে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। তিনি বলেন, পরর্বতীতে বিরামপুর থানা ঘটনার সত্যতা পেয়ে মামলা আকারে কোর্টে প্রেরণ করে, যার মামলা নম্বার NGR 38/25 (বিরামপুর)।

এরপর আসামীরা বিরামপুর জর্জ কোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে এসে হায়দার আলী ও তার ভাই নুরুল হক শাহ্ আমার ও আমার ভাই ভাতিজার চলাচলের পথ যা দিয়ে একটি ট্রাক্টরের সম আয়তনের যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করত। সেই রাস্তায় তারকাঁটার বেড়া দিয়ে রাস্তার প্রস্থ অর্ধেক করে দিয়ে চলার পথ প্রায় অবরুদ্ধ করে। এই বিষয়ে আমার ভাই ও ভাতিজারা ০৪ অক্টোবর থানায় অভিযোগ করেন।

এতে উক্ত মামলার আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে গত ০৬ অক্টোবর ভোর ৬ টার সময় হায়দার আলী, নুরল হক, আরিফ শাহ্, তৌফিক শাহ্, আনাম শাহ্, মিম শাহ্ বদিউজ্জামান বদি শাহ্, বেনজির আহম্মেদ শাহ্, গোলজার রহমান শাহ্, তোফায়েল রাশেদ তিজু শাহ্, নাম না জানা আরো ১০-১২ জন ব্যাক্তি আমার আমার ভাই ভাতিজা ও স্থানীয় গ্রামবাসির সরকারি রেকর্ড ভুক্ত একমাত্র রাস্তা অবরোধ করে আমাদের জীবন ও জীবিকা অবরুদ্ধ করে রেখেছে। আমরা থানায় ও স্থানীয় প্রশাসনে অভিযোগ দিলেও তারা কোন প্রতিকার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতেছেন না।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন অবস্থায় আমাদের জীবন ও জীবীকা হুমকির মুখে। আমাদের এই সীমাহীন দুভোর্গ জাতির কাছে উপস্থাপন করে আমাদের উক্ত সমস্যা হইতে উত্তরণের জন্য ব্যবস্থা গ্রহন করবেন আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের শাহ্র ভাই মো: আলী আযম শাহ্ ও এলাকার শাহজাহান ফেরদৌস বাবু উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।