দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসের শুভ উদ্বোধন

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ। তাদের মূল্যায়ন করুন-সম্মান করুন এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। প্রবীনরা ভালোবাস ও আনন্দ- বেদনার মাঝে পরিবারেই বসবাস করতে চায়। তাই প্রবীনদের জন্য বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক প্রবীনদের আপন ঠিকানা।
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্ব-যত্নে তোমায় রাখব আগলে”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস-২০২৫ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
প্রবীন হিতৈষী সংঘ্য দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ মোছাঃ এদেবাতুন মুমতাহিন ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রবীন হিতৈষী সংঘের সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, আমাদের দেশের মত পৃথিবীর অনেক দেশেই প্রবীনরা অবহেলিত, উপেক্ষিত, সমাজ ও পরিবারের অনেকের কাছে বোঝা স্বরুপ। এ অবস্থা থেকে পরিত্রান পেতে আমাদের সবার প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই কর্তব্য। পাশাপাশি তৎকালীন রাষ্ট্রপতি সিনিয়র সিটিজেন হিসেবে যেসব আইন পাশ করে গেছেন তা বর্তমানে বাস্তবায়ন হচ্ছে না। এব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, প্রবীন হিতৈষী সংঘের সহ-সাধারন সম্পাদক মাহমুদুন্নবী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক সরদার শফিকুল আলম বুলবুল, প্রফেসর মোঃ আলাউদ্দিন, মোঃ নুর ইসলাম তুষার, ডাঃ শহিদুল্লাহ, নুর ছাবা ও সাহিত্যিক কলামিস্ট ও গবেষক জোবায়ের আলী জুয়েল।
সভার শুরুতে সদ্য প্রয়াত সভাপতি প্রফেসর এম.এ জব্বারসহ ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক আ.স.ম ইব্রাহিম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মোঃ তোজাম্মেল হক, মোঃ হাসনাত রহমান ও গোলাম রব্বানী।
প্রবীন দিবস উপলক্ষ্যে সারাদিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।