দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

7 October, 2025 | সময়: 7:11 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ৪র্থ বর্ষ ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।

মঙ্গলবার (৭ অক্টোবর-২০২৫) শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার-এর সভাপতিত্বে শিরাভরণ ও ব্যাচ পরিধান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী বলেন, নার্সিং পেশা একটি মহৎ এবং সম্মানের পেশা, এটি একটি ব্রত।

নার্স মানে সেবা, নার্স মানে ভালোবাসা। এটি শুধুমাত্র চাকুরী নয়, বরং মানুষের জীবন বাঁচানোর, তাদের সেবা করার এবং অসহায়দের পাশে দাঁড়ানোর একটি মহান সুযোগ। নার্সিং শিক্ষার্থী হিসেবে যাত্রা সহজ নাও হতে পারে, কিন্তু প্রতিটি চ্যালেন্স আপনাদের আরও দক্ষ, শক্তিশালী এবং মানবিক করে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডাঃ জিয়াউল হক জিয়া, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও গভর্নিং বডির সদস্য আবু তাহের আবু, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আশরাফুজ্জামান লিটন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, দিনাজপুর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার বানু, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাসিং সুপারিনটেন রুথ মির। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আম্বিয়ারা।

শিক্ষকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর জুঁই, লেকচারার সুমনা বেগম, জাকিয়া আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী ব্যাচের বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের জিন্নাত জাহান, মাহবুবুর রহমান জীবন, জয়ন্ত রায় প্রমুখ।

বিএসসি ইন নার্সিং ২য় বর্ষের সাদিয়া আফরোজ সাবা ও মো. মাহাফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ছাত্র/ছাত্রীদের শিরাভরন ও ব্যাচ পরিধান এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।