ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা

ফুলবাড়ীতে শত বছরের ঐতিহ্যবাহী বউ মেলা

7 October, 2025 | সময়: 7:23 pm

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী বউমেলা।

মঙ্গলবার প্রতি বছরের ন্যায় হিন্দু ধর্মালম্বীদের লক্ষিপূঁজাকে কেন্দ্র করে পৌর এলাকার সুজাপুর দূর্গামন্দির প্রাঙ্গনে বসেছিল এ ঐতিহ্যবাহী বউমেলা।

মেলার আয়োজকরা জানায় রাজা-জমিদার সময় থেকে লক্ষিপূজার দিন দিন ব্যাপী ঘরের লক্ষিদের (স্ত্রী-কন্যাদের) নিয়ে এ মেলাবসে এখানে ক্রেতা-বিক্রেতা সকলে নারী এ জন্য এ মেলাটি বউমেলা নামে পরিচিতি পায়।

মেলার আগন্তুক দর্শনার্থীরা বলছেন মেলা মানেই আনন্দ, এক অন্যরকম অনুভুতি। আর সেই মেলা যদি হয় শুধুমাত্র নারীদের জন্য, তাহলে তো কৌতুহলটা একটু অন্যরকম। এ কারনে প্রতিবছর তারা এ মেলায় কেনা-কাটা করতে আসেন।

সরজমিনে দেখা যায় মেলায় নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনা কাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।

সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুরের পর থেকে দর্শনার্থীরা মেলায় আসতে শুরু ককরে বেলা গড়ার সাথে দর্শনার্থীদের পদচারনায় মমুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন।

শিশু-কিশোর যুবতি পৌঢ় সব বয়সের নারীরা মেলায় ভীড় জমাতে থাকে। মেলায় হরেক রকমের পণ্যের পরসা সাজিয়ে বসেছে ক্রেতারা, এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প, মৃৎ শিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার। মেলায় হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়ায় আশপাশের, অন্য ধর্মের নারীরাও মেলায় আসে কেনা-কাটার জন্য।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, লক্ষীপুজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হয়।

তিনি জানান এক’শ বছর আগে এখান জমিদার বিমল বাবু এই মেলা শুরু করেন, এরপর থেকে তাদের পূর্ব পুরুষরা এ মেলার আয়োজন করে আসছে। এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ।

তবে মেলা শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষরা প্রবেশ করতে পারে। মেলার নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক দিয়ে সার্বক্ষণিক নজরদারী রাখা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।