বগুড়ার ধুনটে উদ্যোক্তার ২৫ শতক জমির লাউ গাছ কেটে দিল দুর্বৃত্ত

বগুড়ার ধুনটে উদ্যোক্তার ২৫ শতক জমির লাউ গাছ কেটে দিল দুর্বৃত্ত

7 October, 2025 | সময়: 7:36 pm

বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের হাফিজুর রহমান বিদ্যুৎ (৪০) নামের এক কৃষি উদ্যোক্তার ২৫ শতক জমিতে চাষ করা ২২৩টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান একই গ্রামের সুজাবত আলীর ছেলে।

হাফিজুর রহমান জানান, ফসলের মাঠে ২৫ শতক জমিতে হাইব্রিড জাতের লাউয়ের চাষ করেন তিনি।

আনুমানিক দুই মাস আগে জমিতে চারাগুলো রোপণ করা হয়। এরপর অনেক টাকা ব্যয়ে মাচা তৈরি করেন। গাছগুলোও মাচায় উঠে লাউ ধরতে শুরু করেছিল। আর কয়েক দিন পরই লাউ উঠানোর পরিকল্পনা ছিল তার।

এরই মধ্যে সোমবার রাতে কেউ তার চারাগুলো কেটে দিয়েছে। এতে তিনি ৪০ হাজার টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরো জানান, কারো সঙ্গে তেমন কোনো শত্রুতা নেই তার। এলাকার মানুষও তাকে ভালোবাসেন।

কিন্তু কে বা কারা এভাবে ফসলের ক্ষতি করল তা তিনি বুঝতে পারছেন না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
স্থানীয়রা জানান, ফসল ফলাতে একজন কৃষক কতটা পরিশ্রম করেন, তা তারাই বুঝতে পারেন। সেই ফসল এভাবে কেটে দিলে কৃষকের মন ভেঙে যায়, তারা ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন। যে কারণে সবার উচিত সম্মিলিতভাবে এই ফসল ক্ষতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘ওই ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ফসলের জমি রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাঠ পাহারার ব্যবস্থা করা প্রয়োজন।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।