রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসিফ গ্রেপ্তার

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসিফ গ্রেপ্তার

7 October, 2025 | সময়: 5:44 pm

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পরিচালিত বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ ইমতিয়াজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে মহানগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসিফ ইমতিয়াজ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে রংপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে কোতয়ালী থানা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতয়ালী থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পলাতক থাকা আসিফ ইমতিয়াজের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা কর্মকর্তারা তৎপর ছিলেন।

প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর এলাকায় নিয়মিত চেকপোস্ট, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত এবং বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আরপিএমপি’র সব ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ অভিযান চলমান থাকবে এবং যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা মামলার পলাতক আসামি, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।