সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত

7 October, 2025 | সময়: 5:23 pm

সিরাজগঞ্জে মহাসড়কে গভীর রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহা (২৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ ৫ জন আহত হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারটি ভাংচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে যমুনা সেতু থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের যমুনা সেতু থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ১৫টি এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।