আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মাত্র ২ রান করলেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মাত্র ২ রান করলেন শান্ত
তিন মাস পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন সাবেক অধিরায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে দলকে বিপদে ফেলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল উইকেটে মাত্র ২৫ রান।
ওমরজাইর বলে ড্রাইভ খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন এই বাঁহাতি। সহজ ক্যাচটি নিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। শান্ত সর্বশেষ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে মাত্র ১ রান করেন তিনি।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৬৮ রান। মাঠে রয়েছেন ৩৮ বলে ২০ রান করে তাওহিদ হৃদয় এবং ১৯ বলে ৮ রান করা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
এর আগে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে অভিষেক হয় অপেনার সাইফ হাসানের। অভিষেক ম্যাচে শুরুটা দারুণ করলেও বেশিদূর এগোতে পারেননি তিনি।
বাঁহাতি স্পিনার নানগেইয়ালিয়া খারোতির বলে লং অফে রশিদ খানের দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি। তার আগে ৫ চারে ৩৭ বলে ২৫ রান করেন সাইফ। আরেক অপেনার তানজিদ তামিম আউট হওয়ার আগে করেন মাত্র ১০ রান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।