গাইবান্ধায় প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি

গাইবান্ধায় প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি
গাইবান্ধা প্রতিনিধিঃ বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান এবং মৌলিক অধিকার নিশ্চিতসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচি শেষে শতাধিক প্রতিবন্ধী বর্ণাঢ্য মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রফিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি জমি বরাদ্দ, দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনে আর্থিক সহায়তা এবং আবাসন নির্মাণের ব্যবস্থা করতে হবে।
তারা আরও দাবি জানান—বধিরদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সার্বিক সহায়তা, ভুক্তভোগীদের আইনগত সেবা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ, গণপরিবহনে হাফ ভাড়ার সুবিধা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান ইত্যাদি।
বক্তারা উল্লেখ করেন, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই ঢাকায় মহাসমাবেশ করে ১৫ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।