গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গাইবান্ধা প্রতিনিধিঃ আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে সারাদেশের সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাজেফ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশু সমাজের বোঝা নয়, তারা প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ। কন্যাশিশুকে সঠিকভাবে লালনপালন করলে তারাই বড় হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে পারবে। কন্যাশিশুদের সামাজিক ও পারিবারিক বৈষম্য দূরীকরণে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখতে হবে।
এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিবার। নিপীড়ন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অবিচার থেকে কন্যাশিশুদের সুরক্ষার দায়িত্ব সমাজ ও পরিবারের দায়িত্বশীলদের নিতে হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।