জয়পুরহাটে লাইসেন্সবিহীন পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা

জয়পুরহাটে লাইসেন্সবিহীন পশুখাদ্য ও ওষুধ কারখানা সিলগালা
জয়পুরহাটে যৌথ অভিযান চালিয়ে সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে ভুয়া কোম্পানির কারখানা বন্ধ করে দিয়েছে প্রাণিসম্পদ, ভোক্তা ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের জলাটুল গ্রামে অবস্থিত কারখানাটি অভিযান চালানে হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, জয়পুরহাট সদরের জুলাটুল গ্রামে আবু সাইম সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি অনুমোদনহীন। ওই প্রতিষ্ঠানে কোনো কেমিস্ট (এক্সপার্ট) নেই। বিভিন্ন উপকরণ ইচ্ছামতো মিশ্রিত করে রং মিশিয়ে তৈরি করে পশুখাদ্য। তাদের কোনো পরীক্ষাগার (ল্যবরেটরি) নেই।
তিনি আরও বলেন, লাইসেন্স না নিয়ে আর জে এল সি নম্বর ব্যবহার করে আসছে তারা। এসব অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়েছে। প্রয়োজনে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানে অংশ নেয়, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মেহেদী হাসান ও জয়পুরহাট জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রাসেল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।