নতুন সার ডিলার নিয়োগে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি

নতুন সার ডিলার নিয়োগে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি
সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত অনুমোদিত সমন্বিত নীতিমালা ২০২৫-কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নওগাঁ জেলার সার পরিবেশকেরা। তাদের মতে, এই নীতিমালা বাস্তবায়িত হলে কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বাড়বে।
তবে একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন সার বিক্রির কমিশন বাড়ানো, ভর্তুকিপ্রাপ্ত সারে উৎসে কর প্রত্যাহার এবং নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগে দীর্ঘদিনের অভিজ্ঞ পুরোনো ডিলারদের অগ্রাধিকার দেওয়ার।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বিএডিসি সার ডিলার সমিতি, নওগাঁ জেলা ইউনিটের একাংশের নেতারা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম। তিনি বলেন, সরকার অনুমোদিত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়িত হলে কৃষি খাতে সুশাসন প্রতিষ্ঠা পাবে এবং মাঠপর্যায়ে ডিলারদের কার্যক্রম আরও সংগঠিত হবে। এতে কৃষকদের সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করা যাবে।
লিখিত বক্তব্যে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) ডিলার সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। অভিযোগে বলা হয়, নন-ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির জন্য বিএডিসি ডিলারদের দায়ী করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বক্তব্যে আরও বলা হয়, বিএডিসি ডিলাররা সরকারের নির্ধারিত নিয়ম মেনেই সুষ্ঠুভাবে সার বিতরণ করে আসছেন। বিভ্রান্তিকর প্রচারণা কৃষিখাতের অগ্রগতির পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
সংগঠনের জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ডিলাররা প্রতি টনে ১০০ টাকা কমিশন পাচ্ছেন, যা বাড়িয়ে ২০০ টাকা করতে হবে। যারা বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে ডিলারশিপ পরিচালনা করছেন, তাদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে পুরনো ডিলারদের প্রতি সুবিচার করতে হবে এবং ভর্তুকিপ্রাপ্ত সারে উৎসে কর প্রত্যাহার করতে হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।