হংকংয়ের প্রবাসী ফুটবলারদের নিয়ে চিন্তিত নন কাবরেরা

হংকংয়ের প্রবাসী ফুটবলারদের নিয়ে চিন্তিত নন কাবরেরা

8 October, 2025 | সময়: 9:08 pm

হংকং চায়নার বিপক্ষে আগামী কালের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাই পর্বের ম্যাচটির ফল ২০২৭ এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেতে ভূমিকা রাখবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাই জয়ের বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশি কোচ হাভিয়ের কাবরেরা।

ঘরের মাঠে জয় তুলে নিয়ে তাই গ্রুপ ‘সিতে‘ নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ।

তবে কাজটা সহজ হবে না। ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে থাকা হংকং বেশ শক্তিশালী। ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থানও বাংলাদেশের ওপরে। ১৮৪ বিপরীতে হংকংয়ের অবস্থান ১৪৬।
হংকংকে শক্তিশালী দল হিসেবে প্রতিপক্ষের সামনে তুলে ধরেছে তাদের প্রবাসী ফুটবলাররা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই হংকংয়ের বাইরের। বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স, নাইজেরিয়া ও ক্যামেরুনের। ম্যাচের পার্থক্যও এই সব ফুটবলাররাই গড়ে দেন।

প্রতিপক্ষের প্রবাসী ফুটবলারদের নিয়ে তাই চিন্তিত কিনা জানতে চাওয়া হয়েছিল কাবরেরার কাছে।
কাবরেরা জানিয়েছেন, প্রবাসী ফুটবলার নিয়ে চিন্তিত নন তিনি। দল হিসেবে হংকংয়ের বিপক্ষে খেলবে তার দল। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি মনে করি সিঙ্গাপুরের মানের দল হংকং। ফলাফলে দেখতে পারি।

তাদের প্রবাসী ফুটবলারদের খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কারণ হংকং একটা দল এবং তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। তাই হংকংয়ের প্রবাসী ফুটবলাররা কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। এই দলের বিপক্ষেই আগামীকাল আমাদের খেলতে হবে। আগামীকালের জন্য আমরা যথেষ্ট পরিশ্রম করেছি।’
জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হয়েছে তা আগামীকাল করতে চান না কাববেরা। তিনি বলেছেন, ‘এটা সত্যি যে প্রত্যেকের কাছে ভালো প্রত্যাশা ছিল। তবে বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কোনো পয়েন্ট পাইনি। আমরা ম্যাচটিতে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম। সেই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং একই ভুল আমরা এবার করতে চাই না। এটাই হচ্ছে মূল বিষয়। হংকংয়ের বিপক্ষে জিততে আগামীকাল এই বিষয়টিতে মনোযোগ থাকবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।