দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেছেন, সুস্থ্য থাকার ও বাঁচার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মানুষ যে কোন বয়েসেরই হোক না কেন খেলাধূলা করতে হবে। বর্তমানে অনেকেই খেলাধুলা না করার কারণে জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই স্কুল থেকে খেলাধূলার চর্চা করতে হবে।
৯ অক্টোবর বৃহস্পতিবার গোর-এ-শহীদ বড় ময়দানে জিলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস এর সার্বিক তত্ত¡াবধানে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকেরিনা বেগম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিনসহ ১৩ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার বৃন্দ।
খেলা পরিচালনা করেন রেফারী নুরুজ্জামান বেলাল, মোস্তাফিজুর রহমান বাবু, হুমায়ুন কবীর, ডালিম কুমার, আক্তারুল ইসলাম রাঙ্গা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ফুটবল (ছাত্র), ফুটবল (ছাত্রী), হ্যান্ডবল, কাবাডি (ছাত্র-ছাত্রী), সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী), দাবা প্রতিযোগিতার আহবায়ক হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ খেলাগুলো পরিচালনা করবেন। চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।