পলাশবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

পলাশবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

9 October, 2025 | সময়: 6:57 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘আপনার চোখ কে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

ব্রাক স্বাস্থ্য কর্মসূচির ভিশনস্প্রিং সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা হাসপাতাল চত্বরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক শাহীনুর আলম ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প প্রোগ্রাম অফিসার শীর্ষেন্দু পাল শিশির ও নার্সিং সুপারভাইজার আফরোজা খানমসহ অন্যান্যরা উপস্থি তছিলেন। দিনব্যাপী চক্ষু ক্যাম্পে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বাড়িয়ে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।