মানবিকতার কাজ করে যাচ্ছে রংপুর লায়ন্স ক্লাব: বিভাগীয় কমিশনার

মানবিকতার কাজ করে যাচ্ছে রংপুর লায়ন্স ক্লাব: বিভাগীয় কমিশনার

9 October, 2025 | সময়: 7:36 pm

রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে রংপুর লায়ন্স ক্লাব। মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার উদাহারণ সৃষ্টি করেছে ক্লাবটি তা সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে লায়ন্স ক্লাব অব রংপুরের অক্টোবর সেবা পক্ষের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, সমাজের এক শ্রেণির মানবতার ফেরিওয়ালাদের সময়, শ্রম, অর্থ বিনিয়োগের মাধ্যমে রংপুর লায়ন্স ক্লাব শিক্ষা বিস্তারে যেমন ভূমিকা রেখেছে তেমনি চিকিৎসা সেবাসহ নানান মানবিকতার কাজ করে যাচ্ছে। যা সমাজের জন্য এবং ভালো মানুষ তৈরিতে ভূমিকা রাখবে সবসময়।

সমাজের প্রত্যেক স্বাবলম্বী ও বিত্তশালীদের পিছিয়ে পরা মানুষের উন্নয়নে এবং পাশে দাঁড়ানো দরকার। সমাজের সবাই ভালো থাকলে সমাজের মধ্যে স্থিতিশীলতা তৈরি হয়। এসময় তিনি সমাজের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এর আগে ১ অক্টোবর পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে লায়ন্স ক্লাব অব রংপুরের অক্টোবর সেবা পক্ষ শুরু হয়। এরপর চিকিৎসা সেবায় কিডনিসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদান, বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মাদরাসায় এতিম শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে তারা।

বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনায় লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববির সভাপতিত্বে বক্তব্য রাখেন— লায়ন্স ক্লাব অব রংপুরের ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, অক্টোবর সেবা পক্ষের চেয়ারম্যান একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লায়ন মোয়াজ্জেম হোসেন, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ (এমজেএফ), ক্লাব পরিচালক লায়ন মো. এনামুল হক সোহেল (এমজেএফ)। সঞ্চালনা করেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ)।

এসময় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন জেবুননেছা জেবিন, ক্লাব পরিচালক লায়ন মোছা. জাহেদা খাতুন, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, লায়ন বিউটি, লিও অ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, সদস্য লায়ন মোছা. মাহমুদা আক্তার মিতু, লায়ন মোছা. রেহেনা খাতুন, লায়ন আফসানুল ফেরদৌসসহ অন্যান্য লিও সদস্যবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।