দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

18 October, 2025 | সময়: 10:33 pm

দিনাজপুর সংবাদদাতা : শারদীয় দূর্গোৎসব এর পরবর্তী সৌহার্দ্য,সম্প্রিতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দ‍ৃঢ় করতে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বিজয়া পূর্নমিলনী।

শুক্রবার রাতে দিনাজপুর শহরের গাউসতলা রায়সাহেববাড়ী মন্দির প্রাঙ্গনে রথখোলা দূর্গামন্দির কমিটির আয়োজনে এবং দিনাজপুর জিলা স্কুলের ৯১ব‍্যাচের শিক্ষার্থী ইউসিবিএল ব‍্যাংক কর্মকর্তা তাজমিলুর রহমান আবুর সৌজন‍্যে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে ৯০দশকের জনপ্রিয় গানের সমাহার নিয়ে অনুষ্ঠিত হয় সংগীত সন্ধা।

সংগীত সন্ধ্যায় ৯০ দশকের বাংলা আধুনিক গান ও ব্যান্ড সঙ্গীতসহ ভারতীয় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীগোষ্ঠীর মাম্পি, কেয়া, তাজমিলুর রহমান, নয়ন, মার্শালসহ প্রমুখ।

বাদ্য যন্ত্রে লিড গিটারে সবুজ,বেস গিটারে অশোক, ড্রামারে বিশ্বজিৎ, কীবোর্ড লাবু, আক্তার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রথখোলা দূর্গা মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার বোস সপু, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ, কোষাধোক্ষ কানাই কর্মকার, সদস্য সুমন বাড়ই সহ প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।