দিনাজপুরে ভৈরবীর আয়োজনে ধ্রুব পরিষদ বাংলাদেশ এর কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

দিনাজপুরে ভৈরবীর আয়োজনে ধ্রুব পরিষদ বাংলাদেশ এর কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান

18 October, 2025 | সময়: 9:00 pm

দিনাজপুর সংবাদাতা : ভৈরবী সমাজকল্যান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ধ্রুব পরিষদ বাংলাদেশ এর কৃতি ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর শহরের নিমতলা পৌরমার্কেট (তৃতীয় তলা) এর ভৈরবী গৃহে অনুষ্ঠিত ভৈরবীর বাৎসরিক সনদপত্র বিতরণ-২০২৫ অনুষ্ঠানে ভৈরবী, দিনাজপুর এর সভাপতি সুনীল কুমার মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর প্রেস ক্লাব এর সভাপতি স্বরুপ কুমার বক্‌সী বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর আদর্শ কলেজ এর অধ্যক্ষ ড. টিটো রেদোয়ান, দিনাজপুর সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ দাস, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শৈশব রাজু, ধ্রুব পরিষদ বাংলাদেশ এর জেলা সভাপতি সনৎ চক্রবর্তী লিটু, ধ্রুব পরিষদ বাংলাদেশ এর জেলা সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, কবি ও গবেষক চাষা হাবিব, সমাজ কর্মী রনজিত, সমাজ কর্মী সুমন সহ ভৈরবীর সকল বিভাগের শিক্ষক বৃন্দ।

ভৈরবী-দিনাজপুর এর সাধারণ সম্পাদক রাহমাতুল্লাহ এর সার্বিক পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারো প্রায় শতভাগ প্রথম বিভাগে উত্তির্ন হয়েছে। সংগীতে ১০ জন নতুন লিডারশীপ পেয়েছে। ১৬ জন নতুন শিক্ষার্থী মঞ্চে একক গান গেয়েছে। আবৃত্তি পরিবেশন করে ১২ জন নতুন শিক্ষার্থী। ১০ জন নতুন নৃত্য শিক্ষার্থী এবং গীটার, ইউকেলেলে পরিবেশন এর মধ্যে দিয়ে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারজিয়া খানম মৌ, সংগীত শিক্ষা কেন্দ্র ভৈরবীর অন্যতম আবৃত্তি প্রশিক্ষক। তাঁর সঙ্গে ছিলেন ভৈরবীর সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাঁদের নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এ বছরও ভৈরবীর শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও নিষ্ঠার মাধ্যমে প্রায় শতভাগ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, যা প্রতিষ্ঠানটির মান ও শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রমাণ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।