কাহারোলে আগাম ধানে কৃষকের মুখে হাসি

কাহারোলে আগাম ধানে কৃষকের মুখে হাসি

19 October, 2025 | সময়: 10:24 pm

একসময় আশ্বিন ও কার্তিক মাসকে বলা হতো মঙ্গা মাস। এখন আর মানুষ এই দুই মাসকে মঙ্গা বলে না। বর্তমানে এই দুই মাস শ্রমজীবি মানুষেরা ব্যস্ত সময় পার করছেন আগাম জাতের ধান কাটা ও মাড়াই করে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে আগাম জাতের ধান কাটছেন শ্রমজীবি মানুষেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে আগাম জাতের ধান কাটা ও মাড়ায়।

বর্তমান বাজারে ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা খোলান থেকে ধান ক্রয় করছেন প্রতি মণ ১১৫০ থেকে ১২০০ টাকায়। রোববার জয়নন্দ হাটে ধান বিক্রেতা শফিউর রহমান এক বিঘা জমিতে বিনা ধান-৭৫ প্রতি বিঘায় ৩৪ মণ করে ফলন পেয়েছেন তিনি প্রতি মণ ধান বিক্রি করলেন ১২০০ টাকা মণ দরে। হাটে আসা অপর ধান চাষী ফরিদুল জানান, তিনি বিনা -৭ ধান চাষ করেছেন প্রতি বিঘায় ৩২ মণ করে ধান পেয়েছেন। তিনি বাজারে ১১৭৫ টাকা প্রতি মণ ধান বিক্রি করেছেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আগাম জাতের ধানগুলি হলো বিনা-৭, ব্রী ধান-৩৩, ব্রী ধান-৫৬, ব্রী ধান-৬২, বিনা ধান-৭৫ সহ আরো নতুন নতুন জাত এবার লাগানো হয়েছে। চারার বয়স ২৫ দিন হলে তারপর জমিতে লাগানো হয়। এই সকল ধান ৯০ থেকে ১১০ দিনের মধ্যে জমি থেকে ধান ঘরে তোলা যায়।

আগাম জাতের ধান চাষ করে, আগাম জাতের আলু, শাক-সব্জি, সরিষা, ভুট্টা সহ বিভিন্ন ধরণের ফসল আবাদ করা যায়। একই জমিতে তিন ফসল আবাদ করা যাচ্ছে। ধানের দাম ও খড়ের দাম ভালো পাওয়ায় দিন দিন আগাম জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক। কৃষকেরা আগাম জাতের ধান কাটা, মাড়াই করে তারা জমিতে নতুন ফসলের আবাদের প্রস্তুতি নিচ্ছে।

কাহারোল কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ বলেন, কৃষকেরা আগাম জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে। আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। আগাম জাতের ধান চাষ হওয়ায় বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। আগাম জাতের ধান প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ ফলন পাচ্ছে কৃষকেরা। ৯০ থেকে ১১০ দিনের মধ্যে এই ধান কেটে ঘরে তোলা যায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।