কেইনের গোলে ডর্টমুন্ডকে হারালো বায়ার্ন

কেইনের গোলে ডর্টমুন্ডকে হারালো বায়ার্ন
জার্মান ফুটবলের ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা ‘ডের ক্লাসিকার’-এ আবারও নায়ক হ্যারি কেইন। তার দারুণ হেডে ও মাইকেল ওলিসের গোলে বায়ার্ন মিউনিখ ২-১ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে, ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।
বুন্দেসলিগার চলতি মৌসুমে এটি বায়ার্নের টানা সপ্তম জয়, আর হ্যারি কেইনের ব্যক্তিগত ১২তম গোল মাত্র সাত ম্যাচে। প্রথমার্ধের ২২তম মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে দারুণ হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেইন।
৭২তম মিনিটে মাইকেল ওলিসের কাছ থেকে গোল করে ব্যবধান বাড়ান। তবে শেষদিকে হুলিয়ান ব্রান্ট গোল করে কিছুটা উত্তেজনা ফেরালেও সেটিই ছিল ডর্টমুন্ডের সান্ত্বনার গোল। ম্যাচের শুরু থেকেই বায়ার্নের নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট।
ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল একাধিক সেভে দলকে টিকিয়ে রাখলেও কেইনের গোল আটকাতে পারেননি। প্রথমার্ধে ওলিসে ও লুইস দিয়াজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডর্টমুন্ড কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে, ফেলিক্স এনমেচা ও সেরহু গিরাসি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ৭৩তম মিনিটে বদলি হিসেবে নামেন জোব বেলিংহাম; কিন্তু তার একদম সামনে থেকে বল ঠেকাতে ব্যর্থ হওয়ার পরই ওলিস রিবাউন্ড থেকে গোল করেন-যা ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত করে দেয়।
শেষ দিকে বদলি খেলোয়াড় হুলিয়ান ব্রান্ট ৮৪তম মিনিটে গোল করে ব্যবধান কমালেও, বায়ার্ন শেষ পর্যন্ত শক্তভাবে রক্ষণ সামলে জয় তুলে নেয়। এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ তাদের শতভাগ জয়রথ অব্যাহত রাখলো, আর হ্যারি কেইন প্রমাণ করলেন কেন তিনি ইউরোপের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।