নাটোরের বাগাতিপাড়া বিদ্যুতের খুঁটি টানা তার না সরিয়ে রাস্তা সংস্কার

নাটোরের বাগাতিপাড়া বিদ্যুতের খুঁটি টানা তার না সরিয়ে রাস্তা সংস্কার

19 October, 2025 | সময়: 5:46 pm

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর এলাকায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটির টানা তার রেখে চলছে সংস্কার কাজ। এতে চলাচলে ভোগান্তির আশঙ্কা করছে এলাকাবাসী। দ্রুত বিদ্যুতের খুঁটি ও টানা তার অপসারণের দাবি তাদের।

জানা গেছে, পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় বাগাতিপাড়ার দক্ষিণ মুরাদপুর এলাকায় ৫৭০ মিটার দীর্ঘ সড়ক পাকা করার কাজ চলছে।

প্রায় ৩৮ লাখ টাকার এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নাটোরের আরাবি কনস্ট্রাকশন। কিন্তু সংস্কারকাজ শুরুর আগে সড়কের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি ও টানা তার সরানো হয়নি।
স্থানীয়রা বলছে, কাজ শুরু হওয়ার আগেই বিদ্যুৎ অফিসের সঙ্গে পৌরসভার সমন্বয় করা হলে এই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতো না। এখন সড়কের মাঝখানে খুঁটি ও টানা তার রেখে কাজ চলায় পথচারী, মোটরসাইকেল আরোহী ও ছোট যানবাহনের চালকরা দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।

দক্ষিণ মুরাদপুর এলাকার ব্যবসায়ী বায়েজিদ হোসেন বলেন, ‘রাস্তা হচ্ছে- এটা ভালো উদ্যোগ। কিন্তু মাঝখানে টানা তার রেখে দেওয়াটা ভয়ঙ্কর ভুল। রাতে আলো কম থাকলে পথচারী বা যানবাহন বিপদে পড়তে পারে। পাশে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও তারা কেন রাস্তার মাঝখানেই তার রেখেছে, তা আমাদের বুঝে আসে না।’

একই এলাকার আরেক বাসিন্দা শাহিন আলী বলেন, ‘এটা একেবারেই অপরিকল্পিত কাজ। রাস্তা করার আগে বিদ্যুৎ অফিসের সঙ্গে সমন্বয় করা হয়নি। কালভাট নির্মাণের কথা ছিল, সেটাও করা হয়নি। এইভাবে উন্নয়ন কাজ করলে জনগণের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ঠিকাদার সুজন আলী বলেন, পাশের এক বাড়ির মালিক সড়ক সোজা না রেখে জোর করে একটু সরিয়ে নিতে বাধ্য করেছেন।

এতে খুঁটির টানা তারটি সড়কের মধ্যে পড়ে গেছে। এখন সংস্থার কাজ শেষ করতে গিয়ে আমাদেরও বিপাকে পড়তে হচ্ছে।
পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ মুরাদপুর এলাকায় ৫৭০ মিটার সড়কের কাজ চলমান। একটি বিদ্যুতের খুঁটি ও একটি টানা তার রাস্তার ভেতর পড়েছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। খুব শিগগির খুঁটি ও টানা তার অপসারণের ব্যবস্থা করা হবে।

বাগাতিপাড়া বিদ্যুৎ অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মোমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের জানানো হয়নি। পৌরসভা থেকে লিখিত আবেদন করলে নিয়ম অনুযায়ী খুঁটি ও টানা তার অপসারণ করা হবে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুঁটি ও টানা তার সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।