বীরগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সেরা লেবারকে পুরস্কার বিতরণ

বীরগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সেরা লেবারকে পুরস্কার বিতরণ

19 October, 2025 | সময়: 5:33 pm

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পৌর ভবনে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক তিনি কর্মীদের মনোবল বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং কাজের গুণগত মান বাড়াতে বিভিন্ন নির্দেশনা দেন।

উচ্চমান সহকারী ও কঞ্জারভেন্সি ইন্সপেক্টর(ভারঃ) হারুন অর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর প্রশাসক ও ‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন বলেন, পরিচ্ছন্নতা শুধু কাজ নয়, এটি একটি মহৎ দায়িত্ব। আমাদের শহরকে বাসযোগ্য রাখতে যারা প্রতিদিন পরিশ্রম করেন, তারাই প্রকৃত সমাজের নায়ক।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন কর্মীদের সম্মান ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা পৌরসভার অন্যতম অগ্রাধিকার। তাদের সময়মতো বেতন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের জন্য একজন পরিচ্ছন্ন কর্মী দিলিপ হরিজনকে ‘সেরা লেবার’ হিসেবে ঘোষণা করা হয়। তার হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন পৌর প্রশাসক। পুরস্কার পেয়ে কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পৌর প্রশাসক বলেন, যে শহরের রাস্তা পরিষ্কার, সেই শহরের মানুষের মনও পরিষ্কার হয়। পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বীরগঞ্জ পৌরসভার উপ সহকারী প্রকৌশলী নাজমুল আলম তুষার, হিসাব সহকারী ও হিসাব রক্ষক(ভারঃ) মোঃ ওয়াজেদ আলীসহ সুপার ভাইজার আল আমিন ও নাজমুল সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় কর্মীদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন প্রশাসক। উচ্চমান সহকারী ও কঞ্জারভেন্সি ইন্সপেক্টর(ভারঃ) হারুন অর-রশিদ জানান, বীরগঞ্জ পৌর প্রশাসকের এই উদ্যোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে পৌরসভার সার্বিক সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।