সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও আতঙ্কে নদীপাড়ের মানুষ

সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও আতঙ্কে নদীপাড়ের মানুষ
যমুনা নদীর পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জের নদীতীরবর্তী মানুষের মধ্যে শঙ্কা কাটেনি। কারণ, প্রতি বছর পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙনের আশঙ্কা বাড়ে। এছাড়া চরাঞ্চলের শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতেও তৈরি হচ্ছে নতুন সমস্যা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত কাজিপুর স্টেশনে পানি কমেছে ৯১ সেন্টিমিটার। অপর দিকে সিরাজগঞ্জ স্টেশনে গত ১৪অক্টোবর থেকে ১৯অক্টোবর পর্যন্ত পানি কমেছে ৯২ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা চরের কৃষক আব্দুল হামিদ ও সামাদ বলেন, পানি বাড়ার কারণে তিল, বাদাম ও কালাই চাষে সমস্যা হয়েছিল। এখন পানি নামায় আমরা আবার চাষাবাদ শুরু করেছি।
কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরের কৃষক আজিজ, খলিল ও জালাল জানান, পানি একটু দেরিতে কমেছে, তবে এখন আবার বাদাম, কালাই, তিল ও সবজি চাষ শুরু করেছি। আশা করছি ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।
চরাঞ্চলের স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও চাকরিজীবীরা জানান, আমরা নৌকায় যাতায়াত করি। এখন পানি কমে ছোট ছোট ডুবচর জাগছে। শিগগিরই নৌ চলাচলে সমস্যা দেখা দিতে পারে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে । তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না।
তবে স্থানীয়দের মধ্যে ভাঙন নিয়ে উদ্বেগ রয়েছে। প্রতিবছর পানি কমার সময় নদীতীরে ভাঙনের ঘটনা ঘটে। নদীপাড়ের মানুষজন এখন সেই আতঙ্কে রয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।