হামাস গাজার জনগণের ওপর হামলার পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র

হামাস গাজার জনগণের ওপর হামলার পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র

19 October, 2025 | সময়: 3:19 pm

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় বেসামরিক জনগণের ওপর আসন্ন হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্যের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ‘বিশ্বস্ত তথ্য’ আছে বলে বিবিসি সংবাদ প্রকাশ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, হামাস হামলা চালালে গাজার জনগণকে সুরক্ষা এবং যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষায় ব্যবস্থা নেবে তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এমন হামলা হলে তা চলমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অর্জিত শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র মিশর, কাতার ও তুরস্কসহ চুক্তির অন্যান্য গ্যারান্টরদের বিষয়টি জানিয়েছে এবং হামাসকে চুক্তির শর্ত মানার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘হামাস যদি গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তাহলে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় সোমবার (১৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করেছে। এদিকে, ইসরায়েল শনিবার জানিয়েছে, তারা গাজা থেকে দুইজন নিহত জিম্মির মরদেহ ফেরত পেয়েছে; এখন পর্যন্ত মোট ২৮ জনের মধ্যে ১০ জনের মরদেহ ফেরত এসেছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৮ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ৯৩৮ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন। এছাড়া, বিবিসি ভেরিফাই সম্প্রতি গাজায় হামাসের বন্দুকধারীদের প্রকাশ্যে আটজনকে হত্যার একটি ভিডিও যাচাই করেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা কুড়িয়েছে।

সূত্র: বিবিসি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।