বিষাক্ত কুয়াশায় শ্বাসরুদ্ধ ভারতের নয়াদিল্লি

বিষাক্ত কুয়াশায় শ্বাসরুদ্ধ ভারতের নয়াদিল্লি
ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার ঘন ও বিষাক্ত কুয়াশায় ঢেকে গেছে। শহরের বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত দৈনিক সর্বোচ্চ সীমার চেয়ে ১৬ গুণ বেশি পৌঁছে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তিন কোটিরও বেশি মানুষের এই মহানগরী প্রায় প্রতিবছরই বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই শহরজুড়ে বিষাক্ত কুয়াশা ও ধোঁয়া আকাশ ঢেকে ফেলে।
ব্রিটিশ চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথের এক গবেষণায় দেখা গেছে, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণের কারণে প্রায় ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) সতর্ক করেছে, দূষিত বাতাস শিশুদের তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়।
শীতের সময় ঠাণ্ডা বাতাস দূষিত উপাদানগুলোকে ভূমির কাছাকাছি আটকে রাখে, ফলে ফসলের আগুন, শিল্প-কারখানার নির্গমন ও যানবাহনের ধোঁয়ার মিশ্রণে এক প্রাণঘাতী বাতাস তৈরি হয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দূষণ আরো বেড়েছে দীপাবলির আতশবাজির কারণে।
আলো উৎসব দীপাবলি উপলক্ষে গত কয়েক দিন ধরে অবিরাম আতশবাজি ফাটানো হয়, যা সোমবার রাতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
এই মাসের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধের সার্বিক নিষেধাজ্ঞা আংশিক শিথিল করে, কম দূষণকারী ‘গ্রিন ফায়ারক্র্যাকার’ বা পরিবেশবান্ধব আতশবাজি ব্যবহারের অনুমতি দেয়। তবে পূর্বের বছরগুলোর মতোই এই নিষেধাজ্ঞা অনেকাংশে উপেক্ষিত হয়েছে। বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সোমবার শহরের বিভিন্ন স্থানে বাতাসে ক্যান্সারের সৃষ্টিকারী সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ২৪৮ মাইক্রোগ্রাম রেকর্ড করা হয়।
ভারতের কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে, আগামী দিনগুলোতে বায়ুর মান আরো অবনতি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে—ডিজেল জেনারেটরের ব্যবহার কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
এ ছাড়া দিল্লি প্রশাসন জানিয়েছে, এই মাসে প্রথমবারের মতো শহরের আকাশে বিমান থেকে ‘ক্লাউড সিডিং’ বা কৃত্রিম বৃষ্টি ঘটানোর পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে। এই প্রক্রিয়ায় লবণ বা অন্যান্য রাসায়নিক মেঘে ছিটিয়ে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হয়।
সূত্র : এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।