মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে উন্নয়নের জোয়ারে ভাসাবো: বখতিয়ার আহমেদ কচি

মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে উন্নয়নের জোয়ারে ভাসাবো: বখতিয়ার আহমেদ কচি

20 October, 2025 | সময়: 9:48 pm

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করবে। এর ব্যতয় ঘটবে না দিনাজপুরে। কেননা বিএনপির ঘাটি দিনাজপুরের মাটি। তিনি বলেন, মনোনয়ন পেলে সদর আসনে বিপুল ভোটে জয়ী হয়ে দিনাজপুরবাসীকে উন্নয়নের জোয়ারে ভাসাবো ইনশাআল্লাহ।

জেলা বিএনপির জনপ্রিয় এই নেতা বলেন, দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি।

২০ অক্টোবর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী পালনকালে বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন। এসময় দিনাজপুর শহরের রেল ঘন্টি, কাচারি হকার্স মার্কেট, সিএসডি মোড়, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে এই লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।