এএফসি কাপে খেলতে আজ কুয়েত যাচ্ছে বসুন্ধরা কিংস

এএফসি কাপে খেলতে আজ কুয়েত যাচ্ছে বসুন্ধরা কিংস
বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে টানা ষষ্ঠবারের মতো এএফসি কাপে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার ‘বাংলাদেশ বিমানের’ একটি ফ্লাইটে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) কুয়েতের উদ্দেশ্যে রওনা দেবে তপু-কিউবারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সূচি অনুযায়ী টুর্নামেন্টের গ্রুপ পর্বে ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের শক্তিশালী ক্লাব আল সীবের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। আরেক ম্যাচে ২৮ অক্টোবর লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব ‘আল আনসার এফসি’-র মুখোমুখি হবে মারিও গঞ্জালেসের দল।
এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কুয়েতের অন্যতম সফল ক্লাব ‘কুয়েত এসসি’র বিপক্ষে মাঠে নামবেন তপু বর্মণরা।
কুয়েতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বসুন্ধরার ঘরের মাঠ কিংস এরেনায় এক সংবাদ সম্মেলনে হেড কোচ মারিও গঞ্জালেস বলেন, ‘আমার ছেলেরা এই টুর্নামেন্টের জন্য গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে। মাঠে যদি ওদের সেরাটা দিতে পারে, তাহলে দারুণ কিছু ঘটবে বলে আমার বিশ্বাস।’
দলের নেতৃত্বে থাকা তপু বর্মণও মনে করেন প্রতিপক্ষ যতই কঠিন হোক, প্রতি ম্যাচে দল জয়ের জন্যই খেলবে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন দলের ম্যানেজার এস এম ওয়াসিমুজ্জামান, মিডিয়া ম্যানেজার শিহাব রহমান, সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি ও গোলাম জিলানী, গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।