পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির কাগজপত্র ছিঁড়ে তছ-নছ করেছে দুর্বৃত্তরা

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির কাগজপত্র ছিঁড়ে তছ-নছ করেছে দুর্বৃত্তরা

21 October, 2025 | সময়: 6:18 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন এলাকায় ১০টি কেন্দ্রের বিপরীতে ১ জন করে ১০ জন ডিলার নিয়োগে আবেদনপত্র দাখিলেরবাক্স ভাঙচুরসহ কাগজপত্র ছিঁড়ে তছনছ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

Ad1st বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ছিল ডিলার নিয়োগে আবেদনপত্র দাখিলের শেষ সময়।

কিন্তু; কাকতালীয় ঠিক দুপুর ১ টা পূর্ব খাদ্যবান্ধব ডিলার পেতে স্বার্থসংশ্লিষ্ট অজ্ঞাত সংখ্যক দলবদ্ধ আগন্তক দুর্বৃত্ত কে-বা কারা কিংবা কোনো গোষ্ঠী উপজেলা প্রশাসন কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক দপ্তর কার্যালয় চত্বরে ১টি এবং নিচে অপর ১টিসহ রক্ষিত আবেদনপত্রের ১টি বাক্স ভেঙ্গে চুরমার করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন দুর্বৃত্তরা। এসময় আবেদনপত্রের সাথে সংযুক্ত যাবতীয় কাগজপত্র সমূহ তছ-নছসহ ছিঁড়ে টুকরো টুকরো করা হয়।

ফলে দাখিলকৃত আবেদনপত্র চুড়ান্ত যাচাই-বাছাইসহ নিয়োগ প্রক্রিয়ার স্বাভাবিক কার্যক্রম সম্পন্নের আগেই যত্রতত্র ভন্ডুলের মধ্যদিয়ে পন্ড হয়ে যায়।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়; পৃথক দু’টি বাক্সে সম্ভাব্য ১টি’তে ৮০টি এবং অপরটিতে ১১টিসহ মোট ৯১টি দরখাস্ত ড্রপ করা হয়েছিল। তন্মধ্যে ১১টি’র বাক্সটি অক্ষত থাকলেও ৮০ টি’র বাক্সটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলায় চলমান কার্যক্রমের প্রক্রিয়াটি অকার্যকর হয়ে পড়ে। এসময় খাদ্য কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় বলে জানা যায়। খাদ্য বিভাগ এদিন বিকেল ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগ চুড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অনাকাঙ্খিত এরআগেই ঘটে যায় ভাঙচুরের ঘটনা। এসময় ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে যৌথ বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে এলে উদ্ভুদ পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের তাৎক্ষণিক তেমন চেনা যায়নি। তবে সিসিটিভি ফুটেজের সহায়তায় দুর্বৃত্তদের চিহ্নিত করা সম্ভব হবে। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর নিকট ফোনে বিষয়টি জানতে চাইলে আমি বিষয়টি শুনেছি বলে তিনি জানান, দুর্বৃত্তদের সনাক্তসহ তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরবর্তীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনপত্র আহবান এবং ডিলার নিয়োগ প্রদান চুড়ান্ত করা হবে।

অপরদিকে; ডিলার নিয়োগ পেতে ইচ্ছুক আবেদনকারী সঠিক সময়মতো এসেও শেষাবধি তাদের আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন। সর্বোপরি এ ঘটনায় ভূক্তভোগিদের মাঝে চরম ক্ষোভসহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।