পলাশবাড়ীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

পলাশবাড়ীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

21 October, 2025 | সময়: 6:15 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫% প্রদানের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad1st বিজ্ঞাপন

এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় চারমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয।

এ মাববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অংশ নেয়। মানববন্ধনে শিক্ষকদের সাথে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের আহবায়ক পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, মেরীরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন সরকার, পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুর রহমান মিল্টন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার ও গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুনসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু সরকার প্রণীত নিয়মিত সুযোগ-সুবিধা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য দাবীগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।

তারা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো ভিক্ষা নয় বরং ন্যায্য অধিকার চায়। শিক্ষা খাতে উন্নয়নের জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং উল্লেখিত দাবী না মানা হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোর হুঁশিয়ারির আহ্বান জানান বক্তারা।

শেষে সকল শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।