বিচ্ছেদ নিয়ে কথা বললেন সামান্থা

বিচ্ছেদ নিয়ে কথা বললেন সামান্থা

21 October, 2025 | সময়: 3:43 pm

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। বিচ্ছেদের পর নাগা চৈতন্য যখন আবারও নিজের জীবন গুছিয়ে নিচ্ছিলেন, তখন সামান্থা অভিনয় থেকে অনেক দূরে। সেই সময়ে ব্যক্তিগত বিরহ এবং মায়োসাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হন সামান্থা।

Ad1st বিজ্ঞাপন

জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর। নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমি এটা জোর দিয়েই বলতে পারি, আমি সবসময়ই বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ এবং অসুস্থতা এই সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।’

তার কথায়, ‘যার ফলে অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভলো হওয়ার চেষ্টা করছি।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।