সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় ২ পা হারালেন অটোভ্যান চালক

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় ২ পা হারালেন অটোভ্যান চালক
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় দুটি পা হারিয়েছেন আটোভ্যান চালক হবিবুর রহমান (৪০)। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ উপজেলার চকদেবীরামপুর গ্রামের বাসিন্দা মৃত. খোরশেদ আলমের ছেলে মো. হবিবুর রহমান প্রতিদিনের মতো অটোভ্যানে ভাড়ায় যাত্রী তোলার জন্য রাণীরহাটের দিকে রওনা হলে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।