সিরাজগঞ্জে গরুবোঝাই নসিমনের চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

সিরাজগঞ্জে গরুবোঝাই নসিমনের চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের
সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় তাড়াশ পৌরসদরের বারোয়ারিতলা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত তাড়াশ দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গরুবোঝাই নসিমন গাড়ি হাফিজুরকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।