দিনাজপুর সুন্দরবন ইউনিয়নে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুর সুন্দরবন ইউনিয়নে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

22 October, 2025 | সময়: 8:32 pm

স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলা মহিলাদলের সভাপতি জিন্নাত আরা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না দিলে বাংলাদেশ হতো না। এরই ধারাবাহিকতায় ম্যাডাম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

Ad1st বিজ্ঞাপন

তিনি বলেন, গেল ১৭ বছর আমরা ফ্যাসিষ্ট সরকারের কারণে কথা বলতে পারিনি। কোথাও কোন সভা সমাবেশ করার সুযোগ পাইনি আমরা। গত বছরের ৫ আগষ্ট এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারতে চলে গেছে। এখন সময় এসেছে নতুন করে দেশ গঠন করার। এই লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ চলছে।

২২ অক্টোবর (বুধবার) বিকেলে সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সদরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুন্দরবন ইউনিয়ন মহিলাদলের সভাপতি মোছা. সাহেবানি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সহ সভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সাইকা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন কোতয়ালী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ জেলা মহিলা দল, কোতয়ালী মহিলা দল, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ।

কর্মীসভা শেষে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন মহিলাদলের নেত্রীবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।