রাবাদার রেকর্ড গড়ার দিনটাও দক্ষিণ আফ্রিকার

রাবাদার রেকর্ড গড়ার দিনটাও দক্ষিণ আফ্রিকার

22 October, 2025 | সময়: 9:47 pm

টেস্ট ক্রিকেটের সৌন্দর্য বলে কথা! ক্ষণে ক্ষণে রূপ বদলে রোমাঞ্চের উপহার দেয় ক্রিকেটের আভিজাত সংস্করণ। যার সর্বশেষ সংযোজন রাওয়ালপিণ্ডি টেস্ট।

Ad1st বিজ্ঞাপন

টেস্ট শেষ হতে অবশ্য এখনো দুই দিন বাকি। কিন্তু খেলা হওয়া তিন দিনে কম ঘটনাবহুল ঘটনা জন্ম দেননি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তাই শেষটাতেও যে সেই রেশ থাকছে না তা কিন্তু বলা যায় না।

তবে ঘটনাবহুল তৃতীয় দিনের শেষটা স্বস্তির হয় পাকিস্তানের। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ উইকেটে ৯৪ রানে দিন শেষ করেছে পাকিস্তান। আজ এক শ ছুঁই ছুঁই সংগ্রহটা যে পেয়েছে সেটা মূলত বাবর আজমের কল্যাণে।

কেননা দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। সেখান থেকে সৌদ শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমোন হামারের ধাক্কা সামলান বাবর।

যদিও শেষ পর্যন্ত হামারের কাছেই তাদের জুটি গেছে ভেঙে। ১১ রানে এইডেন মার্করামের হাতে সৌদকে ক্যাচ বানিয়ে জুটিটা ভাঙেন দিন শেষে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া হামার।

নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে অপরাজিত আছেন বাবর। তার ৪৯ রানের বিপরীতে ১৬ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান।

এতে দিন শেষে ২৩ রানের লিড পেয়েছে পাকিস্তান। লিডটা কত দূরে থামতে পারে সেটা নির্ভর করছে বাবর-রিজওয়ানদের জুটির ওপরই। কেননা এর আগে প্রথম ইনিংসে দ্বিতীয় শুরু করতে নেমে শেষ ৫ উইকেট হারিয়েছিল মাত্র ১৭ রানে।

তাতে বড় সংগ্রহের বিপরীতে ৩৩৩ রানেই থামতে হয় তাদের। ইনিংসে ৭ উইকেট নিয়ে সেদিন রেকর্ড গড়েছিলেন কেশব মহারাজ, পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে সেরা বোলিং ফিগারের।

রেকর্ডের তালিকা আজ আবার দীর্ঘ হয়েছে। যার শুরুটা করেছেন সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়া আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে অভিষেক হয়েছে পাকিস্তানের বাঁহাতি স্পিনারের।

স্পিন-ঘূর্ণিতে ভেঙে দিয়েছেন ৯২ বছরের পুরনো রেকর্ড। ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ বছর ৩৩২ দিনে অভিষেক হওয়া সাবেক লেগ স্পিনার চালর্স মেরিওট দুই ইনিংস ৫ ও ৬ উইকেট নিয়েছিলেন।

আসিফের মায়াজালেই আজ বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছিল পাকিস্তান। কেননা ২৩৫ রানে ৮ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তাদের স্বপ্ন ধূলিসাৎ করে প্রোটিয়াদের ৭১ রানের লিড এনে দেন সেনুরান মুথুসামি ও কাগিসো রাবাদা। দুজনে ফিফটি করে রেকর্ড বুকেও নাম তুলেন।

মহারাজের সঙ্গে নবম উইকেটে ৭১ রানের জুটি গড়ে লিড এনে দেওয়ার শুরুটা করেন মুথুসামি। ব্যক্তিগত ৩০ রানে মহারাজ বিদায় নিলে রাবাদার সঙ্গে শেষ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন তিনি। এই জুটি গড়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন মুথুসামি। রাবাদা আরেকটু সঙ্গ দিলে হয়তো প্রথম সেঞ্চুরির দেখাও পেতেন তিনি। তার ৮৯ রানে অপরাজিত থাকার সময় রাবাদাকে আউট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৪০৪ রানে গুটিয়ে দেন ৬ উইকেট নেওয়া আসিফ।

ব্যক্তিগত ৭১ রানে আউট হওয়ার আগে রেকর্ড গড়েছেন রাবাদা। নিজ দলের হয়ে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলা আলবার্ট ভোগলারের। সবমিলিয়ে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ ইনিংস খেলেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া রাবাদা। ৬১ বলের ইনিংসটি সাজান সমান ৪ চার ও ছক্কায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।