হিম্মতের সাথে দায়িত্ব পালন করতে হবেঃ নির্বাচন কমিশনার

হিম্মতের সাথে দায়িত্ব পালন করতে হবেঃ নির্বাচন কমিশনার
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এক বার্তা দিয়েছেন নির্বাচনে দায়িত্বরতদের।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে আখ্যায়িত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা।
বার্তায় ইসি আনোয়ারুল ইসলাম সরকার ইউএনওদের সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে বলেন, “সরকারি কর্মকর্তাদের ভীতির দিন শেষ, আপনাদের পাশে আমরা আছি। দুই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা সবচেয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছি। এবারও সেই পরিবেশ বজায় থাকবে।”
এসময় আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আসন্ন নির্বাচনকে এই সরকারের অধীনে সততা প্রদর্শনের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে; অস্তিত্বের প্রশ্নে নির্ভীক থাকতে হবে।”
আনোয়ারুল ইসলাম সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিডিউল ঘোষণার পর আশেপাশে কেউ নেই, তাই দায়িত্ব পালন করতে হবে দৃঢ়ভাবে। নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা রক্ষায় কোন ছাড় হবে না।”
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইউএনওদের আগে থেকেই নির্বাচনী পরিবেশ তৈরিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “এটি বাংলাদেশে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। কারো পক্ষে কাজ করা যাবে না। সরকারের পক্ষ থেকেও এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।”
এ সময় উভয় কমিশনারই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেন। মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ ও নিয়মিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।