৩৫ বছরেই চলে গেলেন গায়ক ঋষভ
৩৫ বছরেই চলে গেলেন গায়ক ঋষভ
জুবিন গার্গের প্রয়াণের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি অনুরাগীরা। তার অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে এখনো চলছে তদন্ত। এর মাঝেই ফের দুঃসংবাদ সঙ্গীত জগতে। প্রয়াত হলেন আরও এক ভারতীয় গায়ক।
মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন ঋষভ ট্যান্ডন।
শোনা যাচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ঋষভ। তার মৃত্যুর খবরে হতবাক অনুরাগীরা।
দীপাবলির দিন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন ঋষভ।
সেখানে গিয়ে হঠাৎই শরীরে অস্বস্তি শুরু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাকি মৃত্যু হয়েছে ঋষভের।
চলতি মাসেই জন্মদিন ছিল ঋষভের। স্ত্রী ওলেসা ট্যান্ডন সেই বিশেষ দিন উদ্যাপনের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সমাজমাধ্যমে।
গায়ক নিজের জন্মদিনে দুঃস্থ বাচ্চাদের জন্য বেশ কিছু অর্থদান করেছিলেন। কারবা চৌথের দিন স্ত্রীকে নিয়ে পোস্ট করেছিলেন গায়ক। সেটিই ছিল তার শেষ পোস্ট।
ঋষভের পোশাকি নাম ছিল ফকির। অনুরাগীরা ওই নামেই চিনত তাকে।
ফকির একাধিক গান গেয়েছেন, যার মধ্যে অন্যতম হল ‘ইয়ে আশিকি’, ‘ইশ্ক্ ফকিরা’, ‘চাঁদ তু’।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।