নাটোরের সিংড়ায় বিএনপি নেতার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নাটোরের সিংড়ায় বিএনপি নেতার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির সাবেক সহসভাপতি ডা. নজরুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কলম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ কার্যক্রমকে এগিয়ে নিতে এ আয়োজন করা হয়।
ক্যাম্পে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. মো. নজরুল ইসলাম।
চিকিৎসাসেবার পাশাপাশি তিনি অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের হাতে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।