নাটোরের সিংড়ায় বিএনপি নেতার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নাটোরের সিংড়ায় বিএনপি নেতার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

24 October, 2025 | সময়: 9:35 pm

নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির সাবেক সহসভাপতি ডা. নজরুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Ad1st বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কলম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ কার্যক্রমকে এগিয়ে নিতে এ আয়োজন করা হয়।

ক্যাম্পে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. মো. নজরুল ইসলাম।

চিকিৎসাসেবার পাশাপাশি তিনি অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের হাতে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।

এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।