পরিত্যক্ত লোহা থেকে সৈয়দপুরে ৩০০ কোটি টাকার বাণিজ্য
পরিত্যক্ত লোহা থেকে সৈয়দপুরে ৩০০ কোটি টাকার বাণিজ্য
প্রাচীন শহর নীলফামারীর সৈয়দপুরে ফেলে দেওয়া পরিত্যক্ত লোহা দিয়ে রেল, কৃষি মোটরসহ নানা যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ে তুলেছেন বিভিন্ন বয়সি উদ্যোক্তারা। এ শিল্পের সঙ্গে যুক্ত হয়ে এখন প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তাদের পরিবার স্বচ্ছল জীবন যাপন করছে। এই শিল্প এখন সৈয়দপুরের নতুন অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে।
জানা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত লোহা সৈয়দপুরে গড়ে ওঠা প্রায় ২০০টি কারখানায় এনে গলিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এসব কারখানায় কর্মরত শ্রমিকেরা কানেক্টিং, হাউজিং, হোস পাইপ, ইঞ্জিনের ঢাকনা, কাপলিং, বেয়ারিং কভার, ক্যাপ ইঞ্জিন, নাট ও রেলকোচের দরজা-জানালাসহ নানা ধরনের যন্ত্রাংশ তৈরি করছেন।
এ শিল্পে যুক্ত হয়ে অনেকেই সফল উদ্যোক্তা হয়েছেন। বর্তমানে শহরজুড়ে গড়ে ওঠা এসব ছোট-বড় কারখানায় প্রায় পাঁচ হাজারেরও বেশি শ্রমিক সরাসরি কাজ করছেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্যমতে, বছরে প্রায় ৩০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে এই শিল্প থেকে।
সরেজমিনে একটি কারখানার শ্রমিক আলামিন ইসলাম বলেন, “আগে ঢাকায় কাজ করতাম। এখন বাড়িতে ফিরে এসে কারখানায় কাজ করছি। এখান থেকে যা আয় হয়, তা দিয়ে পরিবার এখন সচ্ছল।” একই কথা জানান শ্রমিক কুদ্দুস আলীও।
নাঈম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক নাঈম খান জানান,“ তিনি বাইরে কাজ শিখে এসে সৈয়দপুরে নিজের কারখানা গড়েছেন। “এখানে ৫০ জন শ্রমিক কাজ করে। দেশের বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত জাহাজ ও যানবাহনের লোহা এনে যন্ত্রাংশ তৈরি করি। রেলের ইঞ্জিন ছাড়া প্রায় সব অংশই আমরা তৈরি করতে পারি।
বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল মালেক জানান, তারা সরকারি টেন্ডারের কাজও করেন। অনেক সময় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নকশা অনুযায়ী যন্ত্রাংশ তৈরি করতে হয়।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়, সরকারি প্রণোদনা বা সুদমুক্ত ঋণ পেলে এ শিল্প আরও দ্রুত বিকশিত হবে। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মশিউর রহমান বলেন, রেলওয়ে যন্ত্রাংশ সরবরাহকারী ৫০টি প্রতিষ্ঠান তাদের দপ্তরে নিবন্ধিত। তারা নিয়মিত টেন্ডারের মাধ্যমে কাজ করে। তবে শহরে আরও অনেক অনিবন্ধিত ছোট বড় কারখানাও রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।