বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক ২টি মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কাদাই গ্রামের নাজেম উদ্দিন ওরফে নাসের আকন্দের ছেলে কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) ও ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর ওই হোটেলের মালিক এমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগে নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহর এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল থেকে যুবদল নেতার ককটেল হামলা চালায়।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।