দিনাজপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি

দিনাজপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি

25 October, 2025 | সময়: 9:15 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মমিনুল ইসলাম (৬৮) নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ad1st বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যানথ্রাক্সে আক্রান্ত মমিনুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের বাসিন্দা। গত ১৮ তারিখে শরীরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

মমিনুলের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হাতিশাল গ্রামের বাড়িতে গরু জবাই হয়। ওই গরুর মাংস মমিনুল ইসলাম কাটাকাটি করেছিলেন। এরপর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর ভালো না হওয়ায় গত ১৮ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মেহেদী বলেন, হাসপাতালে থাকা ব্যক্তি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে তার শরীরে বিভিন্ন অংশে ফোসকায় ভরে যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি অ্যানথ্রাক্সের উপসর্গ। তাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।