যুক্তরাষ্ট্রে চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে কিশোরকে আটক
যুক্তরাষ্ট্রে চিপসের প্যাকেটকে বন্দুক ভেবে কিশোরকে আটক
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক স্কুল শিক্ষার্থীকে বন্দুকধারী ভেবে ঘিরে ফেলে পুলিশ। পরে জানা যায়, তার হাতে ছিল একটি খালি চিপসের প্যাকেট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা সনাক্তকরণ প্রযুক্তির ভুলেই ঘটেছে এ ঘটনা।
বাল্টিমোর কাউন্টির কেনউড হাই স্কুলে এ ঘটনা ঘটে। ফুটবল অনুশীলন শেষে বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে বসে ছিল শিক্ষার্থী তাকি অ্যালেন। ওই সময় সে ডোরিটোস নামের চিপস খেয়ে খালি প্যাকেটটি পকেটে রাখে।
অ্যালেন বলেন, ‘২০ মিনিট পর দেখি প্রায় আটটি পুলিশ গাড়ি আমাদের দিকে আসছে। বুঝে ওঠার আগেই তারা বন্দুক তাক করে বলছে- ‘মাটিতে শুয়ে পড়ো।’ আমাকে হাতকড়া পরানো হয়, তল্লাশি করা হয়। পরে তারা দেখে আমার কাছে শুধু চিপসের প্যাকেট।’
অ্যালেন জানান, পুলিশ পরে জানায়- একটি এআই ডিটেকশন সিস্টেম অ্যালেনের হাতে থাকা চিপসের প্যাকেটকে বন্দুক হিসেবে শনাক্ত করেছিল। এমনকি তারা তাকে সেই ছবিও দেখায়, যেখানে প্যাকেটের ভাঁজ ও তার হাতের ভঙ্গি দেখে ভুল সংকেত দিয়েছিলো দিয়েছিলো।
বাল্টিমোর কাউন্টি কর্তৃপক্ষ জানায়, গত বছর থেকে স্থানীয় স্কুলগুলোতে ‘ওমনিলার্ট’ নামে একটি এআই-ভিত্তিক অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়। এটি স্কুলে ক্যামেরা ব্যবহার করে সম্ভাব্য অস্ত্র শনাক্তের সংকেত পাঠায়।
অ্যালেনের দাদা ল্যামন্ট ডেভিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ এরকম ঘটনা কোনো শিশুর সঙ্গে ঘটতে পারে না। কেউই চাইবে না তার সন্তানকে এমন পরিস্থিতিতে পড়তে।’
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘একটি সতর্কতা পাওয়ার পর তদন্তে দেখা যায়, কোনো অস্ত্র ছিল না। দ্রুত সতর্কতা বাতিল করা হয়।’
এদিকে স্কুল প্রশাসন জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাউন্সেলিং দেওয়া হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।