ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

28 October, 2025 | সময়: 8:51 pm

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল পুলিশের দাবি, তারা ‘সন্ত্রাসী দলের সদস্য’ হিসেবে পরিচিত। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Ad1st বিজ্ঞাপন

কাফার কুদ গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের এলিট কাউন্টার টেররিজম ইউনিট (ইয়ামাম) যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে।

ইসরায়েল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মেনাশে সেক্টরের কাফার কুদ এলাকায় ইয়ামাম বাহিনী অভিযান চালিয়ে একটি ‘সন্ত্রাসী সেলকে’ নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। সন্ত্রাসীরা আক্রমণের পরিকল্পনা করছিল এবং তারা জেনিন শরণার্থী শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী সংগঠনের অংশ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বাহিনীর সদস্যরা বাঙ্কার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে। এরপর ইউনিটের স্নাইপাররা নির্ভুল নিশানায় গুলি চালিয়ে তিন সন্ত্রাসীকে হত্যা করে।

পুলিশ আরও জানিয়েছে, পরে সেনাবাহিনী তাদের আস্তানা ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযানের প্রশংসা করেন।

তিনি বলেন, জুডিয়া এবং সামেরিয়ায় ‘সন্ত্রাসী সংগঠনগুলো’র অবকাঠামো পুনর্নির্মাণের যেকোনো প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।