দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার দিনাজপুর শহরের বাহাদুর বাজার এস.এম টাওয়ারের বিসমিল্লাহ ফল ভান্ডার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রাজু ও সাধারন সম্পাদক মোঃ নাসিম খান সহ অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান উক্ত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সাধারন সম্পাদক মোঃ রানা, দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন ব্যাপারী, ক্যাশিয়ার মোঃ আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ দুলাল, মোঃ মান্নু ও মোঃ মোস্তফা আলী।
শপথ গ্রহণ শেষে কমিটির সাবেক নেতৃবৃন্দ নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোকারম হোসেন, সাবেক সাধারন সম্পাদক বাবুল হোসেন, ফল আড়ৎদার সমিতির সভাপতি মোঃ রুস্তম আলী, ফল আড়ৎ মোঃ বাবলু হোসেন ও ইমান আলী। উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ মঈন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।