নাটোরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু
নাটোরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু
জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। সার ও ডিজেলসহ সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। গবেষণার মাধ্যমে নতুন বীজের উদ্ভাবন সরকার গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম।
কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় জেলার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তাসহ মোট ২১টি স্টল প্রদর্শিত হচ্ছে।
মেলায় জেলার সাতটি উপজেলায় সর্বাধিক পরিমাণে উৎপাদিত রসুন, পেঁয়াজ, সরিষা, ধান, গম, ভুট্টা এবং মুগ ডাল দিয়ে তৈরীকৃত জেলার মানচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।