পাবনায় চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোভ্যান চালকের মৃত্যু

পাবনায় চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোভ্যান চালকের মৃত্যু

28 October, 2025 | সময়: 6:52 pm

চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার কায়েমখোলা মোড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন এক অটোভ্যান চালক।

Ad1st বিজ্ঞাপন

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে। নিহত অটোভ্যান চালক হলেন চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে নওশের প্রাং (৬৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,নিহত নওশের অটোভ্যান নিয়ে চাটমোহর থেকে আটঘরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে কায়েমখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্টো-২৪৩৮-৭৯) অটোভ্যানটিকে চাপা দেয়। এসময় নওশের ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।